মাদারীপুরের শিবচরে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

প্রকাশ : 2025-11-21 18:12:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারীপুরের শিবচরে ইজিবাইক চোরচক্রের ৩ সদস্য গ্রেফতার

মাদারীপুরের শিবচরে ইজিবাইক, মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ঢাকা, ফরিদপুর ও শিবচর থেকে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফরিদপুরের সদরপুর উপজেলার মানাইরচর এলাকার মৃত মোকশেদ হাওলাদারের ছেলে ঠান্ডু হাওলাদার(৪০), মৃত মোসলেম খাঁর ছেলে সুরুজ খাঁ এবং শিবচরের দত্তপাড়া ইউনিয়নের শৌল্লা এলাকার আমিনুদ্দিনের ছেলে সরাফউদ্দিন(৪৫)। শুক্রবার (২১ নভেম্বর) সকালে এক প্রেসব্রিফিংয়ের মাধ্যমে সহকারী পুলিশ সুপার(শিবচর সার্কেল) মো.সালাহ উদ্দিন কাদের এ তথ্য জানান।

তিনি জানান,গত ৩০ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে উপজেলার শিরুয়াইল বাজার থেকে একটি যাত্রীবাহী ইজিবাইক পাশ্ববর্তী নয়াবাজার যাচ্ছিল। শিরুয়াইল বাজার থেকে রওনা দেয়ার পর সাদেকাবাদ এলাকার নির্জন স্থানে এলে ৩/৪ জনের এক দল ইজিবাইকটির পথরোধ করে চালক ও যাত্রীদের মারধর করে বেঁধে পাশের ফসলের ক্ষেতে ফেলে ইজিবাইক ও যাত্রীদের কাছে থাকা ৩টি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

এই ঘটনায় ওই এলাকার ভুক্তভোগী সাব্বির ফরাজী বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। এসময় ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের বলেন,'অভিযান চালিয়ে আমরা জড়িত ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হই। অন্যদের গ্রেফতারে অভিযান চলমান আছে। এই চক্রটি সংঘবদ্ধ একটি চোরচক্র। এরা রাজৈর, শিবচরসহ বিভিন্ন স্থান থেকে ইজিবাইক ছিনতাকরে থাকে। এদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ একাধিক মামলা রয়েছে।