মাদারীপুরের টেকেরহাটে এনআরবিসি ব্যাংকের ৯৬তম শাখার শুভ উদ্বোধন
প্রকাশ : 2022-12-21 18:47:29১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
টেকেরহাটে ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে এনআরবিসি ব্যাংক। বুধবার (২১ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে ৯৬তম শাখার উদ্বোধন করেন সাবেক নৌপরিবহনমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব শাহজাহান খান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এ কে এম.মুস্তাফিজুর রহমান পরিচালক ও চেয়ারম্যান( ঝুঁকি ব্যবস্থাপনা কমিটি) এনআরবিসি ব্যাংক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহি কর্মকর্তা জনাব মোঃ আনিসুজ্জামান,উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, রাজৈর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের ফরিদপুরের জেলার ভাঙ্গা শাখার ব্যবস্থাপক জনাব আব্দুল হালিম , মাদারীপুর উপ শাখার ব্যবস্থাপক জনাব জাকারিয়াা মাহবুব ও টেকেরহাট শাখার ব্যবস্থাপক জনাব মোঃ ওমর ফারুক, সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, সারাদেশের মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিয়ে যাচ্ছে এনআরবিসি ব্যাংক। ইতোমধ্যে দেশের সহস্রাধিক এলাকায় সেবা দেয়া হচ্ছে। প্রথাগত ব্যাংকিং সেবার পাশাপাশি শরীয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং সেবাও দিচ্ছে এনআরবিসি ব্যাংক।