মাদারীপুরের আওয়ামী লীগ নেতা আতিকুর রহমান গ্রেপ্তার
প্রকাশ : 2025-11-12 11:52:16১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুরের শিবচর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও শিরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টার দিক উপজেলার উৎরাইল হাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান–এর নেতৃত্বে পুলিশের একটি দল মঙ্গলবার বেলা ১১ টার দিক জেলার শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল হাট এলাকায় অভিযান চালায়। এ সময় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেফতার করা হয়। পরে তাকে থানায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে মাদারীপুর জেলা হাজতে পাঠানো হয়।
ওসি রাকিবুল হাসান বলেন,শিবচর থানার ১৬৭/২৫ ধারার মামলায় আতিকুর রহমান মুরাদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মাদারীপুর আদালতে প্রেরন করা হয়েছে।