মাদারগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

প্রকাশ : 2025-12-26 17:54:25১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদারগঞ্জে নবজাতকের লাশ উদ্ধার

জামালপুর জেলার মাদারগঞ্জের একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয়ের এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  (২৬ ডিসেম্বর) দুপুর ২ টায় উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার সরকার বাড়ির পশ্চিম পাশের উত্তরের পুকুর থেকে লাশ উদ্ধার করা হয় । 

স্থানীয়রা জানান, পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন এলাকাবাসী । প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো এক নারীর গর্ভে জন্ম নেওয়া শিশুটিকে এক থেকে দুই দিন আগে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। এ ধরনের ঘটনা এলাকায় আতঙ্ক ও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজের অপকর্ম আড়াল করতেই কেউ নবজাতক শিশুটিকে নির্মমভাবে পুকুরে ফেলে দিয়েছে।

শিশুর পরিবারের কোনো তথ্য না থাকায় স্থানীয় জনমনে উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, "কী কারণে ও কারা শিশুটিকে এমন নিষ্ঠুরভাবে পুকুরে ফেলে দিয়েছে?" স্থানীয় প্রশাসন এবং পুলিশ প্রশাসনের তৎপরতা শিশু হত্যার রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন স্থানীয়রা ।

এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।  শিশুটির পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নবজাতককে ইচ্ছাকৃতভাবে পুকুরে ফেলা হয়েছে। তবে শিশুটির পরিবারের তথ্য বা ঘটনার কারণ জানার জন্য আমরা প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং মাঠ পর্যায়ের তদন্ত চালাচ্ছি। স্থানীয়দের সঙ্গে কথা বলে এবং আশপাশের এলাকা নজরদারি করে তদন্ত ত্বরান্বিত করা হচ্ছে। তিনি আরো জানান, নবজাতকের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য প্রস্তুতি চলছে।