মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১১ বছর পর আটক

প্রকাশ : 2023-08-24 18:17:51১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ১১ বছর পর আটক

মাদক মামলায় ১১ বছর পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ রায়হান মুন্না (৪৫) কে ঢাকা থেকে আটক করেছে র‍্যাব। আটক রায়হান বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানার মাদক মামলার আসামী এবং জয়পুরহাট জেলা সদরের শান্তিনগর মাছুয়াপল্লি মহল্লার মৃত আব্দুল মাজেদের ছেলে। বৃহস্পতিবার সকালে র‍্যাব-৫ গণমাধ্যম কর্মিদের নিকট পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রায়হান মুন্নার বিরুদ্ধে নিষিদ্ধ ফেন্সিডিল চোরাচালানের অভিযোগে ২০১২ সালের ২৪ জুন সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়। চলতি বছরের ৩১ জুলাই জয়পুরহাট জেলার স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক রায়হান মুন্নাকে যাবজ্জীবন সাজার রায় প্রদান করেন। এরপর র‍্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা মুন্নাকে গ্রেপ্তারের জন্য নজরদারি বৃদ্ধি করে। এর এক পর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ ও র‍্যাব-১ এর যৌথ অভিযানে বুধবার দিবাগত রাত দু’টার দিকে ঢাকা বিমান বন্দর থানা এলাকা থেকে তাকে আটক করার মাধ্যমে অভিযান সফল হয়। 

বৃহস্পতিবার আটক আসামী রায়হান মুন্নাকে জয়পুরহাট জেলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।