মাদক মামলায় জয়পুরহাটে একজনের যাবজ্জীবন
প্রকাশ : 2023-01-11 17:06:26১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদক মামলার রায়ে আরশেদ আলী রাশেদ (৫৮) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন জয়পুরহাটের একটি আদালত।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. গোলাম সারোয়ার আজ বুধবার এ রায় ঘোষণা করেন।
আদালত আরশেদ আলী রাশেদকে ৪০ গ্রাম হেরোইন রাখার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেন।
জয়পুরহাট কোর্টের পিপি ও এ মামলার সরকার পক্ষের আইনজীবী এ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল জানান, ২০২১ সালের ১৭ নভেম্বর আরশেদ আলী রাশেদকে ৪০ গ্রাম হেরোইনসহ স্থানীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাঁচবিবি উপজেলার রামচন্দ্রপুর গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মুহাম্মদ আমিনুল কবির।
মামলার অভিযোগ পত্র দাখিল করা হয় ২০২১ সালের ৩১ ডিসেম্বর। আদালত ওই মামলায় ৮ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেন। সন্দেহাতীতভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় আাদালত আরশেদ আলী রাশেদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। আসামিকে সাজা পরোয়ানামূলে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. হেনা কবির। তিনি বলেন, মামলায় সুবিচার পাইনি। তাই উচ্চ আদালতে আপিল করা হবে।