মাদকে বাধা দেওয়ায় বর্তমান মেম্বারকে আহত করলেন পরাজিত মেম্বার

প্রকাশ : 2022-03-04 16:10:38১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাদকে বাধা দেওয়ায় বর্তমান মেম্বারকে আহত করলেন পরাজিত মেম্বার

মাদারীপুরে মাদকে বাধা দেওয়ায় বর্তমান মেম্বারকে আহত করলেন পরাজিত মেম্বার।ঘটনাটি ঘটেছে মস্তফাপুর ইউনিয়ন। জানাগেছে, পরাজিত মেম্বার মনজুর হোসেন মিন্টু শিকদারকে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় বর্তমান মেম্বার হাবীব হাওলাদার ও তার সমর্থকদের কুপিয়ে যখন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাবীব হাওলাদারসহ তার আরও পাঁচজন সমর্থক গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের বড়মেহের এলাকায় ঘটনাটি ঘটে। হাবিব হাওলাদার(৩২) মস্তফাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বর্তমান মেম্বার এবং মনজুর হোসেন মিন্টু শিকদার (৩৮) একই ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী মেম্বার প্রার্থী ছিলেন।

আহতরা হলেন, হাবিব হাওলাদার (৩২), নাসির হাওলাদার (৪৫), ইলিয়াস হাওলাদার (৩৫), তিন জনের পিতা লাল মিয়া হাওলাদার, ফজল হাওলাদার (৪৫) পিতা- মফিজ হাওলাদার, হুমায়ুন শিকদার (৩৫) পিতা লালমিয়া শিকদার, আজিজুল হাওলাদার (৪৫) পিতা- মৃত মফিজউদ্দিন।

ভূক্তভোগীদের অভিযোগে আরো জানা যায়, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত মিন্টু শিকদার। তিনি মাদারীপুরসহ বিভিন্ন জেলায় ডিলার হিসেবে মাদক কেনা বেচার সাথে জড়িত। সম্প্রতি শেষ হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বীতা করে হেরে যান মিন্টু শিকদার। এরপর থেকেই বিজয়ী মেম্বার হাবিব হাওলাদারের সাথে তার বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বিকেলে হাবিব হাওলাদার মিন্টু শিকদারকে মাদক কারবারি বন্ধ করতে বলায় দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে সন্ধ্যায় ৭ টার দিকে মিন্টু শিকদার ও শিহাব শিকদার, মনির শিকদার, রকিব হাওলাদারসহ ২০ থেকে ৩০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হাবিব হাওলাদার ও তার সমর্থকদের উপর হামলা চালায়। এসময় হাবিব হাওলাদারসহ তার আরও পাঁচজন আহত হন। ঘটনার সত্যতা যাচাই করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তারা।

হাবিব হাওলাদার বলেন, মিন্টু শিকদারকে তার মাদক কারবারি বন্ধ করতে নিষেধ করায় আমার উপর হামলা চালিয়েছে। আমার চিৎকারে আমার ২ ভাই ও আমার সমর্থকসহ কয়েকজন এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, এই মাদক কারবারিকে আইনের আওতায় এনে যেন সুষ্ঠ বিচার করা হয়।

মনজুর হোসেন মিন্টু শিকদার বলেন, আমি গতকাল থেকে মাদারীপুর জেলার বাহিরে আছি। এ ঘটনার সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। তারা আমার উপর যে অভিযোগ করছেন সেটা সম্পূর্ন ভিত্তিহীন। তবে আমি শুনেছি হাবিব হাওলার ও তার লোকজন আরেকজনের বাড়িতে হামলা করতে যাওয়ায় এলাকার লোকজন তাদের প্রতিহত করেছেন।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মিঞা বলেন, আমি ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ এলে আইন-আনুগ ব্যবস্থা গ্রহণ করবো।