মাথায় চুল ন্যাড়া করে নৌকা একে পিতা-পুত্রের ভালোবাসা

প্রকাশ : 2022-06-25 19:51:13১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাথায় চুল ন্যাড়া করে নৌকা একে পিতা-পুত্রের ভালোবাসা

স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণগণনায় দেশের মানুষ। অনেকে পদ্মা সেতু উদ্বোধনের আগ মুহূর্তের পরিস্থিতি দেখতেও ভিড় জমাচ্ছেন পদ্মা পাড়ে। এর মধ্যে ভিন্নভাবে নিজেকে উপস্থাপন করে নজর কেড়েছেন ভৈরব জেলার নুরুল ইসলাম ও তার ছেলে জাহিদ।

আজ নরসিংদী ভৈরব থেকে শিবচরের বাংলাবাজার ঘাট এলাকায় পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান দেখতে আসেন তারা দুজন।

নুরুল ইসলাম জনান, ‘আগে ফেরি থাকায় এই এলাকার মানুষ অনেক কষ্ট করেছে। এখন সে কষ্ট আর করতে হবে না। খুব সহজেই ঢাকা যেতে পারবে, মেডিকেলে যেতে পারবে। আমি অনেক খুশি, প্রধানমন্ত্রীকে আল্লাহ্ যেন অনেক দিন বাঁচায়।’

ছেলে জাহিদ বলেন, ‘বাবার সাথে এসেছি পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে। খুব ভালো লেগেছে।’