মাতৃভাষা দিবসে অগ্রসর বিক্রমপুরের নানা আয়োজন

প্রকাশ : 2023-02-26 14:18:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাতৃভাষা দিবসে অগ্রসর বিক্রমপুরের নানা আয়োজন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস  উপলক্ষে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন লৌহজং কেন্দ্র পক্ষ হতে স্কুল ভিত্তিক বিভাগ অনুযায়ী নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত সুন্দর হস্তাক্ষর, চিত্রাঙ্কন, আবৃত্তি, নির্ধারিত বক্তৃতা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করা হয়। গতকাল শনিবার উপজেলার কনকসারে অবস্থিত সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে কনকসারে উপজেলার ১৫ টি প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ২২৫ জন প্রতিযোগী গ্রুপ ভিত্তিক প্রতিযোগিতায় অংশ নেয়। সকাল ৯ টা থেকে শিক্ষক, অভিভাবক ও প্রতিযোগীদের পদচারণয় সংগঠনের আঙ্গিনা মুখর হয়ে উঠে।

দুপুরে সংগঠনের সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুটুল কুমার দের সঞ্চালনায় সংগঠনের লৌহজং কেন্দ্রের সহ সভাপতি সবজল সিকদারের সভাপতিত্বে সবার আগে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।  সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কেন্দ্রীয় সম্পাদক হাসিনুল আলম শহিদ, লৌহজং কেন্দ্রের সাধারণ সম্পাদক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ পিন্টু। অনুষ্ঠানে সংগঠনের সদস্য কাজী বাবুল, পলাশ কুমার দে, মনজুরুল হাসান শাহীন, ইভান সিকদার, মনিকা রানী, লিয়াকত হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।