মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী মায়েদের প্রশিক্ষণ

প্রকাশ : 2022-06-27 10:00:57১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী মায়েদের প্রশিক্ষণ

বাগেরহাটের ফকিরহাটে ‘মাতৃত্বকালীন ভাতা গ্রহণকারী দরিদ্র মায়েদের সচেতনাতামূলক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জুন) দুপরে মহিলা বিষয়ক অধিদপ্তর, ফকিরহাট উপজেলা কার্যালয় ও সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদে ১৪৪ জন নারীদের এই প্রশিক্ষণ প্রদান করা হয়। 

বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল করিম ফকিরের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। এ সময় সুপ্তি মহিলা উন্নয়ন সংস্থার জেলা সমন্বয়কারী শেখ ফরহাদ হোসেন, প্রকল্প সমš^য়কারী প্রশান্ত কুমারসহ ইউপি সদস্যবৃন্দ ও ভাতা উপকারভোগী মায়েরা উপস্থিত ছিলেন ।