মাওয়ায় এসএসসি ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী

প্রকাশ : 2026-01-30 19:29:01১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাওয়ায় এসএসসি ১৯৯৩ ব্যাচের পুনর্মিলনী

'এসো স্মৃতির প্রাঙ্গণে, মিলি প্রীতির বন্ধনে' প্রতিপাদ্য ধারণ করে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া রিসোর্টে এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। শুক্রবার দিনব্যাপী উপজেলার ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীরা তাদের পরিবার নিয়ে পুনর্মিলনীতে অংশগ্রহণ করেন। 

শৈশবের বিদ্যালয় থেকে দশ কিলোমিটার দূরত্বে অনুষ্ঠিত এ মিলনমেলা ছিল অত্যন্ত জাকজমকপূর্ণ। পরিচয় পর্ব, স্মৃতিচারণ, প্রীতিভোজ, কেককাটা এবং নারীদের চেয়ার সিটিং, বালিশ নিক্ষেপ, শিশুদের দৌড় ও ছেলেদের হাড়িভাঙা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পিঠা উৎসবের মধ্য দিয়ে পুনর্মিলনীর সমাপ্তি ঘোষণা করা হয়।