মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ১ জনের মৃত্যু

প্রকাশ : 2025-07-21 14:58:45১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে ১ জনের মৃত্যু

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বিধ্বস্তের ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার (২১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। এছাড়া আরও হতাহতের আশঙ্কা রয়েছে বলে জানানো হয়েছে।

এদিকে, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সোমবার বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এরপর মাইলস্টোন স্কুলের ওপর বিমানটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়ার পর মাইলস্টোন স্কুলের হায়দার হল ভবনে আগুন ধরে যায়।