মহামান্য রাষ্ট্রপতির সাথে সবুজ আন্দোলন’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশ : 2023-04-02 21:12:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মহামান্য রাষ্ট্রপতির সাথে সবুজ আন্দোলন’র নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন প্রতিষ্ঠাকালীন সময় থেকে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরিতে কাজ করছে। রাষ্ট্রের পক্ষে আন্তর্জাতিক জলবায়ু তহবিল আদায়ের জন্য নিয়মিত সভা—সেমিনার আয়োজন করে দেশে ও বিদেশে জনসমর্থন তৈরির চেষ্টা করা হচ্ছে। এছাড়াও নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি সহ পরিবেশগত সমস্যা সম্পর্কে নিয়মিত কর্মকাণ্ড বাস্তবায়ন করছে সবুজ আন্দোলন।

আজ ২ এপ্রিল বাংলাদেশের ২০ তম নতুন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সবুজ আন্দোলনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের চেয়ারম্যান বাপ্পি সরদার, পরিচালক অধ্যক্ষ নাদিয়া নূর তনু, অভিনেতা উদয় খান, কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ—সাংগঠনিক সম্পাদক ও এন কবির গ্রুপের চেয়ারম্যান হাজী মোঃ নুরুল কবির, আজাদ ইসলাম, কেন্দ্রীয় নারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার ও কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং ড্রিমওয়াল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলাম।

সবুজ আন্দোলনের চেয়ারম্যান বাপ্পি সরদার, মহামান্য রাষ্ট্রপতিকে সংগঠনের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবগত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় মহামান্য রাষ্ট্রপতি দেশের গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সার্বিক কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন।