মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মারা গেলেন ক্যাশিয়ার আমির

প্রকাশ : 2023-12-11 12:05:10১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মহাখালীতে ফিলিং স্টেশনে বিস্ফোরণ: মারা গেলেন ক্যাশিয়ার আমির

রাজধানীর মহাখালী রয়েল রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির হোসেন (৩২) নামে আরও একজন মারা গেছেন। তিনি ফিলিং স্টেশনটির ক্যাশিয়ার ছিলেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে তিন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এইচডিইউ) আজ সোমবার ভোরের দিকে মারা যান তিনি।

আমির হোসেন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ষোলদানা গ্রামের মো. সেলিম শেখের ছেলে। বর্তমানে নাখালপাড়ার বাসায় ভাড়া থাকতেন তিনি। এক মেয়ে এক ছেলের বাবা ছিলেন আমির।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজন বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন। আজ ভোরের দিকে ৩৫ শতাংশ দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন আমির হোসেন শেখ হাসিনা বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান। এর আগে গত রাত পৌনে ১০টার দিকে সালাউদ্দিন এবং বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে খায়ের মিয়া মারা যান।

তরিকুল ইসলাম বলেন, এ নিয়ে এই ঘটনায় তিনজনের মৃত্যু হলো। বর্তমানে তিনজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছে। একজন এইচডিইউতে। বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

নিহতের ভাই মাহবুব বলেন, 'আমার ভাই ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় দগ্ধ হন তিনি। এতে তাঁর শ্বাসনালি পুড়ে গেছে বলে চিকিৎসক আমাদের জানিয়েছিলেন। আজ ভোরের দিকে শেখ হাসিনা বার্নে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।'

গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে আটজন দগ্ধ হন।

কাআ