মসজিদে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনায় ভাঙ্গা থানা পুলিশ
প্রকাশ : 2022-06-10 16:58:24১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার বিভিন্ন মসজিদে সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার পবিত্র জুম্মার নামাজের খুৎবার আগে জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলার আলগী ইউনিয়নের কৈখালি গ্রাম জামে মসজিদে আলোচনা করেন ভাঙ্গা থানার ওসি(তদন্ত) আবু তাহের। ভাঙ্গা থানার ওসি(তদন্ত) আবু তাহের জানান, আমরা বাংলাদেশ পুলিশ বাহিনী আমাদের মাননীয় আইজিপি মহোদয়ের নির্দেশনাক্রমে ও ঢাকার ডি আই জি স্যারের নির্দেশনাক্রমে পবিত্র জুম্মার দিনে খুৎবার আগে মসজিদে আগত মুসল্লিদের সাথে এবং দেশের জনগনকে সচেতন করতে সমসাময়িক বিষয় যেমন জঙ্গীবাদ, যৌতুক, বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক, পুলিশের কল সেন্টার ৯৯৯ সেবা নিয়ে, বিট পুলিশিং, মোবাইল ফোনের নাম্বারে কল দিয়ে নিয়ে প্রতারনাসহ চলমান বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি। তিনি আরোও বলেন ভাঙ্গা থানা সাধারন জনগনের জন্য ২৪ ঘন্টা খোলা থাকে। আমাদের এই কার্যত্রম অব্যাহত থাকবে।