মনোনয়ন পরিবর্তনের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

প্রকাশ : 2025-11-06 13:03:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

মনোনয়ন পরিবর্তনের দাবিতে জয়পুরহাটে মশাল মিছিল

জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন না পাওয়ায় সাবেক সংসদ সদস্য (এমপি) ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার কর্মী-সমর্থকরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন। বুধবার রাত ৮টার দিকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর এবং রায়কালী  বাজারে বিক্ষোভ করেন তারা। এ সময় দলের প্রার্থী আব্দুল বারীর মনোনয়ন বাতিল করার আহ্বান জানান তারা।

মশাল মিছিলে বিক্ষোভকারীরা সদ্য মনোনয়ন পাওয়া সাবেক সচিব ও ঢাকার সাবেক জেলা প্রশাসক আব্দুল বারীর মনোনয়ন বাতিল করে ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে পুনরায় মনোনয়ন দেওয়ার দাবি জানান। তারা আব্দুল বারীকে ‘অতিথি পাখি’ আখ্যা দিয়ে স্লোগান দিতে থাকেন।

এ সময় বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ‘দীর্ঘ ১৭ বছর মাঠে থেকে বিএনপির জন্য কাজ করা পরীক্ষিত নেতা গোলাম মোস্তফাকে বঞ্চিত করে বহিরাগত অরাজনৈতিক ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তাকে রাজনৈতিক মাঠে কখনও দেখা যায়নি, এমনকি কোনও আন্দোলন-সংগ্রামেও অংশ নেননি। তিনি ‘অতিথি পাখির মতো’ হঠাৎ এলাকায় এসে মনোনয়ন পেয়ে গেছেন, এতে আমরা হতাশ হয়েছি।’

বিক্ষোভ ও মশাল মিছিলে অংশ নেন গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আপেল মাহমুদ বকুল, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির রানা, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, রায়কালী ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি মতিউর রহমান মতু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক সহসভাপতি আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শরিফ মেম্বারসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী।

কা/আ