মনোনয়নপত্র দাখিল করলেন বগুড়া-৩ আসনে বিএনপির প্রার্থী আব্দুল মহিত তালুকদার
প্রকাশ : 2025-12-29 18:10:04১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপির দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও আদমদীঘি উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার মাসুমা বেগমের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষিয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা বিএনপির সহ-সভাপতি মুত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিঠু।