মদারীপুরে বিচারপ্রার্থীগণের বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বিচারপতি
প্রকাশ : 2023-09-22 19:10:58১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মাদারীপুর আদালত প্রাঙ্গণে আগত বিচারপ্রার্থীগণের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগ এর মাননীয় বিচারপতি মাহ্মুদুল হক। জেলা জজ আদালত প্রাঙ্গণে শুক্রবার সকালে বিশ্রামাগারের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়। মাদারীপুর গণপূর্ত বিভাগের বাস্তবায়নের বিশ্রামাগারটি নির্মাণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইসমাইল হোসেন, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর মো. জাকির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ওবাইদুর রহমান খান, সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খানসহ বিচার বিভাগের কর্মকর্তা, আইনজীবী ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ। পরে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।