মডার্নার টিকাসহ গ্রেফতার ক্লিনিক মালিক বিজয়কৃষ্ণ রিমান্ডে
প্রকাশ : 2021-08-23 13:52:27১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
অবৈধভাবে মডার্নার করোনা টিকা দেওয়ার অভিযোগে গ্রেফতার রাজধানীর দক্ষিণখান এলাকার ‘দরিদ্র পরিবার সেবা’ ক্লিনিকের মালিক বিজয়কৃষ্ণ তালুকদারের (৩৭) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এরপর দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে ২৩ আগস্ট রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন।
বুধবার (১৮ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করে দক্ষিণখান থানা পুলিশ। এ সময় ক্লিনিকটি থেকে মডার্নার দুটি অ্যাম্পুল পাওয়া যায়। যার একটির মধ্যে টিকার আইসিক ছিল। এছাড়া মডার্না টিকার খালি বক্স পাওয়া যায় ২২টি। এ ঘটনায় দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়।