ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ

প্রকাশ : 2025-10-18 10:10:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভোরের সূর্য উঠতেই তৎপর মিজানুর রহমান সিনহা, পরিদর্শন করলেন স্কুল ও ভাঙা ব্রিজ

জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী, এবং মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা আজ ভোরের সূর্য ওঠার সাথে সাথেই দলীয় নেতাকর্মীদের নিয়ে মাঠে নেমে পড়েন। তিনি মুন্সিগঞ্জ-২ আসনের অন্তর্গত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন।

ভোর সকালে কলমা শরিফা বাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যক্তিগত উদ্যোগে নির্মাণাধীন দুই তলা নতুন ভবনের কাজ পরিদর্শন করেন তিনি। এ সময় শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের মনোযোগ সহকারে পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এরপর তিনি যান কলমা ইউনিয়নের দাসপাড়া এলাকায়, যেখানে একটি গুরুত্বপূর্ণ ব্রিজ ধসে পড়েছে। স্থানীয়দের দুর্ভোগ সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি জানান, “আমরা বর্তমানে সরকারে নেই, তবে এই ব্রিজটি দ্রুত নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলবো। তবে বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই ব্রিজসহ এলাকার অন্যান্য ভাঙাচোরা রাস্তার দ্রুত সংস্কার কাজ শুরু হবে।”

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলমা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ লৌহজং এবং টঙ্গিবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজনৈতিক প্রতিশ্রুতির পাশাপাশি জনসেবার এমন বাস্তব উদ্যোগই জনগণের আস্থা ফিরিয়ে আনে।