ভিজিডি সুবিধাভোগি ১০৫ জনকে সঞ্চয়ের টাকা ফেরত দিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদ
প্রকাশ : 2023-01-18 13:03:19১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও ইউনিয়ন পরিষদের ২০২১- ২২ এর ভিজিডি কার্ডধারী ১০৫ জন সুবিধা ভোগিকে ৩০ কেজি চাউলের সঞ্চয় ২০০ টাকা করে মোট পাচঁ লাখ পঁচিশ হাজার টাকা সঞ্চয় ফেরত দিলেন বালিগাঁও ইউনিয়ন পরিষদ । মঙ্গলবার ইসলামী ব্যাংক বালিগাঁও শাখায় জমা কৃত এই সঞ্চয়ের অর্থ ফেরত দেয়া হয় এই সুবিধা ভোগি ১০৫ জন নারীকে । এ সময় বালিগাঁও ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সুবিধা ভোগিদের হাতে ইসলামী ব্যাংকের জন প্রতি নগদ ৪ হাজার ৮শ’ টাকা করে তুলে দেন বালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন, বালিগাঁও ইউনিয়ন পরিষদের সচিব মো. সাইফুল ইসলাম, বালিগাঁও বাজার কমিটির সাধারন সম্পাদক মো. আলমঙ্গীর মোল্লা অভি, মো. আনোয়ার হোসেন, পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাউদ্দিন মিয়া, ইউপি সদস্য মো. কুদ্দুস, মো. কামাল হোসেন, মো. ফুকার হোসেন, মহিলা সদস্য ভুলু বেগম সহ ইসলামী ব্যাংকের কর্মকর্ত ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।