ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীরা

প্রকাশ : 2022-06-09 19:51:11১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীরা

মেহেরপুরে কোর্ট জামে মসজিদের দোকান উচ্ছেদের প্রতিবাদে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির কর্মসূচি অনুযায়ী ভিক্ষার থালা হাতে নিয়ে ব্যবসায়ীরা হোটেল বাজার থেকে মিছিল করে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান এবং সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমনের নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার ব্যবসায়ীরা ভিক্ষার থালা হাতে নিয়ে প্রধান সড়ক প্রদাক্ষণ করে মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। এসময় ব্যবসায়ী সমতিরি নেতৃবৃন্দ সহ ব্যাবসায়ীরা ভিক্ষার থালা হাতে জেলা প্রশাসকের কার্যালয় আসার পথে মেহেরপুর ইসলামিক ফাউন্ডেশনের সামনে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ভিক্ষার থালা হাতে ব্যবসায়ীরা জেলা প্রশাসকের গাড়িটি গতি রোধ করে সেখানে গাড়ির সামনে শুয়ে পড়েন। প্রায় তিন মিনিট সেখানে অবস্থান নেওয়ার পর আবারও তারা জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা দেন। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থানকালে বক্তব্য রাখেন মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল শিমন, সহ-সভাপতি শেখ মোমিন, সেলিম মনা, ইজারুল, আকসার আলীর, রাশেদ প্রমূখ।

 উল্লেখ্য, গত ০৭ জুন মেহেরপুর জেলা প্রশাসকের নির্দেশে কোর্ট জামে মসজিদের সামনে প্রায় ১০ বৎসর পূর্বে নির্মিত কোর্ট জামে মসজিদ মার্কেটের ২৫ টি দোকান আদালতে বিচার চলমান থাকা অবস্থায়  উচ্ছেদের প্রতিবাদে মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির ৫ দিনের কর্মসূচির প্রথম দিন ভিক্ষার থালা হাতে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে। পরবর্তি  কর্মসূচির মধ্যে রয়েছে ১০ জুন শুক্রবার কোর্ট জামে মসজিদে ¶তিগ্রস্থ ব্যবসায়ীরা জুম্মার নামাজ আদায় শেষে বিশেষ মোনাজাত। ১১ জুন সকাল ১১ টায় দোকান বন্ধ করে কালো পতাকা সহ ২৫ মিনিট অবস্থান করবে এ সময় কোন বেঁচা কেনা হবে না। ১২ জুন সকাল সাড়ে ১০ টায় কাফনের কাপড় সহ  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ। ১৩ জুন থেকে আমরণ অনশন কর্মসূচি ও দাবি না মানলে প্রয়োজনে হরতালের মত কর্মসূচি দেবে বলে জানান মেহেরপুর হোটেল বাজার ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দগণ।