ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ : 2025-07-14 12:57:39১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভালুকায় দুই সন্তানসহ নারীর গলাকাটা মরদেহ উদ্ধার


ময়মনসিংহের ভালুকায় দুই শিশু সন্তানসহ মাকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর এলাকায় একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- মো. রফিকুল ইসলামের স্ত্রী ময়না খাতুন, তার মেয়ে রাইসা আক্তার (৪) ও ছেলে মো. নিরব (২)।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

ওসি বলেন, রোববার দিবাগত রাত কিংবা সোমবার ভোরে তাদের গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

কা/আ