ভারত সফর নিয়ে সোমবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন
প্রকাশ : 2022-09-11 11:25:51১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রী আগামী সোমবার (১২ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করবেন। শনিবার (১০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় তিনি এ কথা জানান বলে বৈঠকে অংশগ্রহণকারী একাধিক নেতা নিশ্চিত করেছেন।
এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) লন্ডন যাচ্ছেন বলেও বৈঠকে জানিয়েছেন।
শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠেয় যৌথ সভায় গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন এবং দেশের ৬০টি জেলা পরিষদ নির্বাচনের দলের প্রার্থীদের সমর্থন চূড়ান্ত করা হয়।