ভারত জানাল, শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধের উত্তর দেয়া হয়নি

প্রকাশ : 2025-02-07 10:30:29১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারত জানাল, শেখ হাসিনার প্রত্যার্পণের অনুরোধের উত্তর দেয়া হয়নি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য বাংলাদেশ যে অনুরোধ জানিয়েছে তার কোনো উত্তর ভারত দেয়নি। বৃহস্পতিবার সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের উত্তর এ কথা জানান ভারতের  পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং । কেরালার সিপিআই(এম)  সাংসদ জন ব্রিটাসের করা একটি প্রশ্নের উত্তর দেওয়ার সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং জানান,  ২০২৪ সালের ৫ই আগস্ট  ভারতে আসার আগে সংঘটিত অপরাধের জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ  চেয়েছে বাংলাদেশ সরকার।  ভারত এ ব্যাপারে বাংলাদেশ সরকারকে  কোনও উত্তর জানায় নি৷

সাংসদ ড. জন ব্রিটাস জানতে চেয়েছিলেন, বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ চেয়েছে কি না? তাঁর দ্বিতীয় প্রশ্ন ছিল, যদি তাই হয়, তাহলে বাংলাদেশ সরকার  এ ব্যাপারে কি কারণ দেখিয়েছে? তৃতীয় প্রশ্ন ছিল, বাংলাদেশকে ভারত সরকার কোনও উত্তর দিয়েছে কী? এই তিনটি প্রশ্নের উত্তরে মন্ত্রী স্বীকার  করে নিয়ে বলেন, বাংলাদেশ সরকার বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পন চেয়েছে। কারণ হিসেবে তারা বলেছে, দেশ ছাড়ার আগে শেখ হাসিনা বিভিন্ন অপরাধ করেছেন। 

সেইসঙ্গে তিনি ভারত সরকার উত্তর দেয় নি বলে জানান।প্রবল ছাত্র আন্দোলনের মুখে ৫ আগষ্ট শেখ হাসিনা ভারতে  পালিয়ে আসেন।বর্তমানে তিনি ভারতের রাজধানী দিল্লিতে নিরাপদ আশ্রয়ে রয়েছেন। ইতিমধ্যেই ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে ‘গণহত্যা’ বিবেচনা করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুবনালে শেখ হাসিনাসহ অন্যদের বিচারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। তার বিরুদ্ধে পরোয়ানা জারি হয়েছে। আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলকে রেড নোটিশ জারির ও অনুরোধ জানিয়েছে অন্তর্বতী সরকার।