ভারতে স্যানিটাইজার কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানি ১৭, নিখোঁজ অনেকে
প্রকাশ : 2021-06-08 08:07:42১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের পুনের স্যানিটাইজার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। গতকাল সোমবার বিকেলের দিকে এসভিএস অ্যাকুয়া টেকনোলজি নামের ওই স্যানিটাইজার কারখানাটিতে আগুন লাগে।
এতে মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা, সেসময় কারখানায় বহু কর্মী কাজ করছিলেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডের পর ওই কারখানার বহু কর্মী এখনও নিখোঁজ। এতে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, এ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কীভাবে আগুন লেগেছে তা তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। একইসঙ্গে নিহতদের পরিবার প্রতি ২ লাখ রুপি আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন।
সূত্র : এই সময়।