ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জন আটক

প্রকাশ : 2024-09-12 11:44:05১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জন আটক

আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে বিজিবি। বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৭টায় বিজিবি’র সরাইল ব্যাটালিয়নের সদস্যরা ফকিরমোড়া আখাউড়া সীমান্তের আব্দুল্লাহপুর নামক স্থান থেকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে পারিয়ে যাওয়ার সময় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীসহ ৩ জনকে আটক করেছে।
আটককৃত অপর ব্যক্তিরা হলো: আখাউড়ার নূরপুর এলাকার সাবেক মেম্বার মো. হান্নান মোল্লা এবং স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মো. নাঈম চৌধুরী।
আটককৃতদের আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সান