ভারতে কমালো পেট্রল-ডিজেলের দাম

প্রকাশ : 2021-11-04 12:02:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতে কমালো পেট্রল-ডিজেলের দাম

প্রতিবেশী রাষ্ট্র ভারতে কমেছে পেট্রোল ও ডিজেলের দাম। দীপাবলি উপলক্ষে কিছুটা সাশ্রয়ী মূল্যে জ্বালানি সরবরাহের লক্ষ্যে এতে শুল্ক কমিয়েছে সরকার।

দেশটির রাজধানী দিল্লিতে লিটারপ্রতি ৬ টাকা ৭ পয়সা কমিয়ে ১শ ৩ টাকা ৯৭ পয়সা নির্ধারণ করা হয়েছে পেট্রোলের দাম। আর ১১ টাকা ৭৫ পয়সা কমিয়ে ৮৬ টাকা ৬৭ পয়সায় বিক্রি হচ্ছে প্রতি লিটার ডিজেল। আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রল বিক্রি হচ্ছে। তবে রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।

যদিও গতকাল বুধবার, রেকর্ড দামে পেট্রোল ও ডিজেল বিক্রি হয় ভারতের রাজধানীতে। এনডিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার (৩ নভেম্বর) দেশটির রাজধানী নয়া দিল্লিতে লিটারপ্রতি পেট্রল বিক্রি হয়েছে ১১০ রুপি দরে এবং ডিজেলের দাম ছিল ৯৮ রুপি। একই দিনে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হয় ১১৬ রুপি দরে এবং ডিজেল বিক্রি হয়েছে লিটারপ্রতি ১০৬ রুপিতে।

বেশ অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে যাচ্ছে বৈশ্বিক জ্বালানি খাত। এর নিয়ন্ত্রণে চলতি মাসের শেষ সপ্তাহে পরমাণু কর্মসূচি ইস্যুতে বিশ্ব নেতাদের সঙ্গে আলোচনা শুরুর ঘোষণা দিয়েছে ইরান। এতে ইরানের তেলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে জ্বালানি তেলের বৈশ্বিক যোগান বাড়বে; ফলে কমতে পারে এর দাম।