ভারতের মণিপুরে জাতিগত দাঙ্গা, নিহত ৯
প্রকাশ : 2023-06-14 12:55:52১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে নতুন করে সহিংসতা শুরু হয়েছে, এতে গত ২৪ ঘণ্টায় নারীসহ নয়জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
ভারতীয় সেনাবাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে খামেনলক এলাকায় গোলাগুলির ঘটনার তাদের মৃত্যু হয়েছে।
আহতদের বেশ কয়েকজনকে চিকিৎসার জন্য ইম্ফলে নিয়ে যাওয়া হয়েছে। সহিংসতায় যারা নিহত হয়েছেন তাদের কয়েকজনের শরীরে চিহ্ন কাটা ও একাধিক বুলেটের আঘাতে হওয়া জখম রয়েছে।
জাতিগত দাঙ্গার কারণে এক মাসেরও বেশি সময় ধরে ভারতের পূর্বাঞ্চলের পাহাড়ি এ রাজ্যটিতে চরম উত্তেজনা বিরাজ করছে। আগের দাঙ্গাগুলোতে এরইমধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছে। এ পরিস্থিতিতে ফের সহিংসতা শুরু হওয়ায় রাজ্যজুড়ে জারি করা কারফিউ শিথিল করার সিদ্ধান্ত সমালোচিত হচ্ছে।