ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় সংক্রমিত

প্রকাশ : 2022-01-28 14:16:54১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় সংক্রমিত

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর করোনায় সংক্রমিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জয়শঙ্কর তাঁর করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানান। খবর এনডিটিভির।

সম্প্রতি যাঁরা জয়শঙ্করের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের সবাইকে করোনা-সংক্রান্ত প্রয়োজনীয় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।

করোনায় সংক্রমিত হওয়ার তথ্য জানিয়ে গতকাল সন্ধ্যায় একটি টুইট করেন জয়শঙ্কর। ওই টুইটে তিনি তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

এনডিটিভি জানায়, গতকাল সকালে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস লে ড্রিয়ানের সঙ্গে এক ভার্চ্যুয়াল আলোচনায় অংশ নিয়েছিলেন জয়শঙ্কর। জয়শঙ্করের আগে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং করোনায় সংক্রমিত হয়েছিলেন।

ভারতে করোনার সংক্রমণ বাড়ছে। সবশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে ২ লাখ ৫১ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ১৫ দশমিক ৮৮। একই সময় দেশটিতে করোনায় মারা যান ৬২৭ জন।