ভাটারার বুড়িতলা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে যুবক আহত
প্রকাশ : 2024-12-26 13:22:53১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রাজধানীর ভাটারা থানার বুড়িতলা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে রাকিব হোসেন রাজিব (২৮) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে রাত সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত রাকিবের ভাই মো. রিপন জানান, আমার ভাই একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। আমাদের বাসা ভাটারার খিলবাড়ির টেক বুড়িতলা বাজার এলাকায়। গতকাল রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতনামা এক যুবক রাকিবকে অকথ্য ভাষায় গালি গালাজ করে। তখন আমার ভাই প্রতিবাদ করতে গেলে কোমর থেকে পিস্তল বের করে বুকের ডান পাশে গুলি করে ওই ব্যক্তি। এতে আমার ভাই মাটিতে লুটিয়ে পড়ে। আমরা খবর পেয়ে ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে এখানে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, ভাটারা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে ঢামেকে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
কা/আ