ভাঙ্গা হাইলাইট চক্ষু হাসপাতালের সাথে জাপানী রাষ্ট্রদূতের মেডিকেল সামগ্রী প্রদানের চুক্তি

প্রকাশ : 2022-03-16 14:24:59১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গা হাইলাইট চক্ষু হাসপাতালের সাথে জাপানী রাষ্ট্রদূতের মেডিকেল সামগ্রী প্রদানের চুক্তি

ফরিদপুরের ভাঙ্গা পৌরসদরে অবস্থিত  হাইলাইট চক্ষু হাসপাতালকে তাদের অবদানের জন্য জাপান সরকারের অর্থায়নে মেডিকেল যন্ত্রপাতি সরবরাহের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

মঙ্গলবার রাজধানীর বারিধারায় জাপানী রাষ্ট্রদুতের কার্যালয়ে জাপানী রাষ্ট্রদুত ইতো নাওকি ও হাইলাইট চক্ষু হাসপাতাল ও হাইলাইট ফাউন্ডেশনের চেয়ারম্যন মোঃ শহিদুল ইসলামের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিপত্র স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপান দুতাবাসের সেকেন্ড সেক্রেটারী ইবিহারা কেনজি,এ্যামিকা প্রধান মহিমা কাদের , হাইলাইট চক্ষু হাসপাতাল ও ফাউন্ডেশনের কর্মকর্তা বৃন্দ।