ভাঙ্গা থানা চত্বর পরিষ্কার করলেন পুলিশ সদস্যরা
প্রকাশ : 2022-05-31 20:58:25১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মঙ্গলবার (৩১ শে মে) সকালে ভাঙ্গা থানা চত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা করেছেন পুলিশ সদস্যরা। জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার তত্বাবধানে থানার পুলিশ সদস্যরা থানা চত্বর ধোওয়া-মুছা ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেন।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা জানান, এমনিতেই প্রতিদিনই থানা চত্বর পরিষ্কার করা হয়। তবে জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সপ্তাহে একদিন থানার পুলিশ সদস্যদের সমন্বয়ে থানা চত্বরে বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে।