ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদ ভাংচুরের মামলায় ২২ জন গ্রেফতার
প্রকাশ : 2025-11-15 16:37:56১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গা থানা উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুরের মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা হইতে আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা বারটার দিকে আসামীদেরকে জেল হাজতে প্রেরণ করেছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারা অপরাধে মামলায় গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- রিপন শেখ (৩৪), জালাল শেখ (৩৭), লাভলু মাতুব্বর ( ৪৮), রমিচ মোল্লা (৫২), চোকদার( ৩০), উজ্জল মিয়া (৩৯), আইয়ুব আলী মোল্লা (৫০) মহিন্দ্রনাথ বিশ্বাস(৬২), রায়হান মাতুব্বর (৩০), মোতালেব সিকদার (৪৭), কোহিনুর হাওলাদার (৫৩), মিন্টু মাতুবের (৫২), হৃদয় মোল্লা (৪০), সজীব মোল্লা (২৪), নুরু মোল্লা (৫৫), পলাশ (৪৭), আবুল হোসেন (৫২) ও আমিনুল মাতব্বর (৫০)
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ হোসেন বলেন, ভাঙ্গা থানা, উপজেলা পরিষদ ও হাইওয়ে থানা ভাংচুর সহ ৪টি মামলায় ২২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোড ধারায় মামলায় গ্রেফতার করা হয়েছে। শনিবার বেলা ২টার দিকে সকল আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।