ভাঙ্গা থানায় সার্ভিস ডেস্ক, গৃহ হস্তাস্তর শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : 2022-04-10 19:41:38১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে ভাঙ্গা থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত গৃহ হস্তান্তর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ১০ এপ্রিল ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উক্ত অনুষ্ঠানে ভাঙ্গা থানা থেকে সরাসরি যুক্ত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরি নিক্সন ,অতিরিক্ত-পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল)ফাহিমা কাদের চৌধুরি,সহকারি কমিশনার (ভুমি) এস.এম.মোস্তাফিজুর রহমান,ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা,ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিকুল আলম,মুক্তিযোদ্ধা কমান্ডার মোতালেব হোসেন।
মুজিবশতবর্ষে ‘বাংলাদেশে একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয়প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে ভাঙ্গা থানার গৃহহীন ও হতদরিদ্র একটি পরিবার পাচ্ছে মাথা গোঁজার ঠাঁই।