ভাঙ্গা থানায় নবাগত ওসি জিয়ারুল ইসলামের যোগদান
প্রকাশ : 2022-07-21 21:21:22১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় নবাগত ওসি হিসাবে জিয়ারুল ইসলাম আজ বৃহস্পতিবার যোগদান করেছেন। এরপূর্বে তিনি জেলার চরভদ্রাসন থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। ওসি জিয়ারুল ইসলাম ২০০৭ ইং সালে সরাসরি এসআই পদে কাজে যোগদান করেন। পদোন্নতি পেয়ে ২০১৭ ইং সালে ফরিদপুর জেলার চরভদ্রাসন থানার ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি এই প্রতিবেদককে জানান , সরকারের নিদের্শনা বাস্তবায়ন করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। জনগণের সঙ্গে জনসংস্পৃক্ততা রেখে এলাকায় অপরাধ কার্মকান্ড প্রতিরোধ করা হবে। সেই সাথে মাদক ও জুয়ার বিরুদ্ধে কঠোরভাবে কাজ করবো। সবার সহযোগিতায় আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চাই। ওসি জিয়ারুল ইসলাম যশোর জেলার ঝিকরগাছা উপজেলার এক সম্ভান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।