ভাঙ্গায় লগডাউন সফল করতে আইনশৃক্সখলা বাহিনীর কড়া মনোভাব
প্রকাশ : 2021-07-03 16:54:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রনে বেশ কড়াকড়ি ভাবে লগডাউনের তিন দিন অতিবাহিত হয়েছে । বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুরু হওয়া সর্বাত্মক লগডাউনে ভারী যানবাহন সড়কগুলোতে দেখা না গেলেও চলাচল ছিলো রিকশা-ভ্যান। বন্ধ ছিলো সকল ধরনের দোকান পাট। সামাজিক দুরত্ব নিশ্চিত করণ, মাস্ক ব্যবহারসহ মোট ২১টি বিধিনিষেধ মেনে চলার জন্য পুলিশ মাঠে নেমেছে। সরকার ঘোষিত সপ্তাহব্যাপী এই লকডাউন চলবে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত।
ভাঙ্গা উপজেলায় চোখে পড়েছে লকডাউন সফল করতে আইনশৃক্সখলা বাহিনীর কড়া মনোভাব। বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে পুলিশ পিকেট তো রয়েইছে একই সঙ্গে বেশ কিছু এলাকায় চলছে টহলদারির কাজও। পাড়া-মহল্লাাগুলোতেও চলছে কড়া নজরদারি। যেখানেই লকডাউন উপেক্ষা করার মানসিকতা চোখে পড়েছে সেখানেই পদক্ষেপ নিচ্ছেন আইনের রক্ষকেরা। কোথাও লাঠি উঁচিয়ে তেড়ে যাচ্ছেন তো কোথাও জরিমানা করছেন। আবার কোথাও কোথাও পুলিশকে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করতে দেখা গেছে।
ফরিদপুরের পুুলিশ সুপার আলিমুজ্জামান জানান, কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে কাজ করছে পুলিশের প্রতিটি সদস্য। সরকারী নির্দেশ প্রতিপালন হয় সেজন্য আমরা সার্ব¶ণিক কাজ করবো।
ভাঙ্গা উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, সরকারি ২১ দফা বিধিনিষেধ মেনে চলতে সকাল থেকেই রাস্তায় টহলে নেমেছে আইনশৃক্সখলা বাহিনী। জরুরি প্রয়োজন ছাড়া কাউকে রাস্তায় থাকতে দেয়া যাবে না। করোনা সংক্রমন রোধে শুরু হওয়া এ কঠোর লকডাউনে আগামী ৭ জুলাই পর্যন্ত সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ম্যাজিস্ট্রেটের সাথে সমš^য় করে কাজ করবে।