ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আাঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড

প্রকাশ : 2021-07-30 16:29:12১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গায় ভয়াবহ টর্নেডোর আাঘাতে ৩০টি বাড়ি লন্ডভন্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী গ্রামে এক ভয়াবহ  টর্নেডোর আঘাতে ৩০টি বাড়ি ভেঙ্গে লন্ডভন্ড হয়ে গেছে। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্থ হয়ে চালা উড়ে গেছে। সেই সাথে বিপুল সংখ্যক গাছপালা উপড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল দিবাগত রাত ৩টার দিকে টর্নেডোটি আঘাত হানে বলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সূত্রে প্রকাশ।  

প্রত্যক্ষদশীরা জানান,রাতে হঠাৎ দমকা বাতাস এসে ১ থেকে ২ মিনিটের মধ্যে প্রচন্ড বেগে ঘুর্নিবাতাস এসে প্রায় ১ কিলোমিটার ব্যাপী বিস্তৃত হয়ে আঘাত হানে। এ সময় টর্নেডোর আঘাতে বাড়ি-ঘর ভেঙ্গে যায়,গাছপালা উপড়ে লন্ডভন্ড হয়ে গ্রামটি ধ্বংসস্তপে পরিনত হয়।  এ ঘটনায় ১ শিশুসহ কয়েকজন আহত হয়েছে। স্থানীয় নাসিমা বেগম জানান, রাতে দমকা হাওয়া এসে কিছু বুঝে ওঠার আগেই বাতাস কুন্ডুলী পাকিয়ে ঘরবাড়ি ভেঙ্গে চালা, আসবাবপত্র চর্কাকারে ঘুরতে থাকে।  বায়ুর বেগে টিনের চালা ,আসবাবপত্র বাতাসের প্রচন্ড বেগে উড়িয়ে নিয়ে যায়। এ সময় মেহগনি, বাশঝাড়,রেইনট্রি,নারকেল গাছসহ উপড়ে ঘরের উপর নিক্ষিপ্ত হতে থাকে। 

প্রত্যক্ষদর্শী আমির আলী বলেন, হঠাৎ করেই ঘুর্নী বায়ু এসে ব্যাপক তান্ডব চালায়।বড় বড় গাছপালা ভেঙ্গে যায়,পুরনো গাছপালা উপড়ে বাতাসে ঘুরতে থাকে। এদিকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো খোলা আকাশের নীচে বসবাস করছে।

আজ দুপুরে  ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিন ও সহকারী কমিশানার(ভ’মি) ব্যারিষ্টার সজিব আহমেদ ঘটনাস্থল পরিদর্শণ করে তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে নগদ ১ হাজার টাকা ও ১০ কেজী করে চাল বিতরণ করেছেন।