ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করলো এসিল্যান্ড

প্রকাশ : 2022-05-13 19:04:41১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গায় বাল্যবিবাহ বন্ধ করলো এসিল্যান্ড

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল এক মাধ্যমিক শিক্ষার্থী। শুক্রবার (১৩ই মে) দুপুরে বরযাত্রী আসার আগেই স্থানীয় পুকুরিয়া এস.এ একাডেমি স্কুলের  দশম শ্রেণীর শিক্ষার্থীর বিয়ের আয়োজন বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম.মোস্তাফিজুর রহমান।

উপজেলার সহকারী কমিশনার (ভুমি) এস.এম.মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার  মানিকদহ ইউনিয়নের ধামন্দি গ্রামের ওই ছাত্রীর সঙ্গে পাশের গ্রামের ২২ বছরের এক যুবকের বিয়ের আয়োজন করা হয়েছিলো। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে হাজির হয়। বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না মর্মে মেয়ের বাবা লিখিতভাবে অঙ্গীকার করেছেন।