ভাঙ্গায় নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা
প্রকাশ : 2022-06-22 13:48:30১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বিকেলে উপজেলা সদরের কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন। সাংবাদিক মনিরুজ্জামান মনির মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সহকারী অধ্যক্ষ আব্দুর রহমান, শহিদুল ইসলাম বিটু মুন্সী,মোঃ এনায়েত হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও গন্যমান্য ব্যক্তি বৃন্দ।অনুষ্টানে বিদ্যালয়ের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন কে ফুল দিয়ে বরন করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য বৃন্দরা।