ভাঙ্গায় টিসিবির পন্য বিক্রি শুরু, উপকারভোগীদের লম্বা লাইন

প্রকাশ : 2022-03-29 19:02:31১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গায় টিসিবির পন্য বিক্রি শুরু, উপকারভোগীদের লম্বা লাইন

ফরিদপুরের ভাঙ্গায় সীমিত আয়ের মানুষের মাঝে ন্যায্যমূল্যে টিসিবির মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পন্য বিক্রি শুরু হয়েছে। অপেক্ষাকৃত নিম্ন আয়ের মানুষজন যাতে কম দামে নিত্যপ্রয়োজনীয় পন্য ক্রয় করতে পারেন,সেজন্য সরকারী প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ(টিসিবির) র ফ্যামিলি কার্ডের মাধ্যমে এসব পন্য সামগ্রী বিক্রয় করা হয়। মঙ্গলবার সকালে উপজেলার হামিরদী ইউনিয়ন পরিষদ ও আজিম নগর ইউনিয়ন পরিষদে  প্রতি পরিবারের জন্য ২ কেজী করে তেল,ডাল,চিনি সহ মোট ৪৬০ টাকায় এসব পন্যসামগ্রী বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

ন্যায্যমূল্যে পন্যসামগ্রী নিতে নারী-পুরুষ সহ সীমিত আয়ের লোকজন কেন্দ্রগুলোতে লম্বা লাইন দিয়ে অপেক্ষা করতে দেখা যায়। জানা গেছে, উপজেলায় ১১ হাজার ৩,শ ৯০ জন সুবিধাভোগীর মাঝে পর্যায়ক্রমে এসব সামগ্রী বিতরণ করা হবে। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান,প্রশাসনিক কর্মকর্তা আঃ কাদের সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।