ভাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : 2022-06-25 19:43:08১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

ফরিদপুরের ভাঙ্গায় ৩ হাজার ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ব্রাহ্মণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, ভাঙ্গার ব্রাহ্মণপাড়া এলাকার জাফর ফরাজীর ছেলে সুমন ফরাজী (২৩), একই এলাকার আ: খালেক মাতুব্বরের ছেলে ছোবাহান মাতুব্বর (৪৫) ও ছিদ্দিক বেপারীর মেয়ে রোজিনা আক্তার (৩৩)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিবির এসআই আ. রহিম মোল্যা বাদী হয়ে ভাঙ্গা থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেছেন।