ভাঙ্গায় ইটালী প্রবাসীকে কুপিয়ে খুন
প্রকাশ : 2021-04-14 16:35:14১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা পৌরসদরের নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মাসুদ রানা(৫০) নামে এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে পৌর এলাকার গজারিয়া গ্রামের হারুন অর রশিদের ছেলে। মঙ্গলবার রাত ৯টার দিকে একটি দোকানে চা পান করার সময় সংঘবদ্বভাবে অতর্কিত হামলার ঘটনায় তার মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্বার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রকাশ, পৌর সদরের গজারিয়া গ্রামটিতে সাবেক পৌর কাউন্সিলর ইমদাদুল হক বাচ্চু মাতুব্বর ও আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাক ফকিরের মধ্যে গ্রাম্য দলাদলির জের ধরে দ্বন্দ-সংঘাত চলে আসছিল। এ নিয়ে দু,পক্ষের মধ্যে এলাকায় একাধিক সংঘর্ষ ও মামলার ঘটনা সংঘটিত হয়েছে। আঃ রাজ্জাক ফকিরের সমর্থক ইটালী প্রবাসী মাসুদ রানা তার পরিবার প্রবাসে রেখে সম্প্রতি দেশে বেড়াতে আসেন। ঘটনার দিন প্রতিপক্ষ ইমদাদুল হক বাচ্চু মাতুববরের লোকজন সংবদ্ধ হয়ে দোকানে চা পান করার সময় মাসুদ রানার উপর অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় তারা ধারাল অস্ত্র দিয়ে মাসুদ রানার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্বার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, সে তার পরিবার ও স্ত্রী নিয়ে দীর্ঘ্যদিন ইতালিতেই বসবাস করেন। আগামী ২০ এপ্রিল ইতালি যাওয়ার কথা ছিল তার। ২ সন্তানের জনক মাসুদ রানা সম্প্রতি পৌর নির্বাচনকে সামনে রেখে ছুটিতে আসেন। তার মৃত্যুর সংবাদে গজারিয়া গ্রামসহ নওপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক রাজ্জাক ফকির জানান, এলাকায় দীর্ঘদিন যাবৎ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মাতুব্বর ও তার লোকজন বড় ধরনের হামলার পায়তারা করছে।মঙ্গলবার রাত ৯টার দিকে আমাদের সমর্থক ইতালি প্রবাসী মাসুদ রানা নওপাড়া বাসস্ট্যান্ডে চা পান করার সময় দুস্কৃতকারীদের হামলার ঘটনায় মাসুদ রানা মারা যান। তিনি হত্যাকান্ডে জড়িতদের সুষ্ঠু বিচার দাবী করেন। এদিকে মাসুদ রানার মৃত্যুর সংবাদে এলাকা ও হাসপাতালে শোকের ছায়া নেমে আসে। গজারিয়া ও নওপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। নির্মমভাবে কুপিয়ে মাসুদকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
এ ব্যাপারে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান জানান সংঘর্ষের সংবাদ পেয়ে আমাদের পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।