ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে হত্যার ঘটনায় আটক এক
প্রকাশ : 2023-10-07 17:41:46১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ফরিদপুরের ভাঙ্গায় ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাইয় চক্রের ১ সদস্য কে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম। নিহত ঐ ইজিবাইক চালক পার্শবর্তী নগরকান্দা উপজেলার ডাঙ্গী এলাকার বাদশা সেখের পুত্র সাদ্দাম শেখ (৩৪)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ জুন এক ইজিবাইক চালককে চেতনানাশক ঔষধ খাইয়ে ইজিবাইক ছিনতাই করে একটি চক্র। পরবর্তীতে ঐ ইজিবাইক চালক কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল, ফরিদপুরে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে আটটার দিকে মারা যান। এই ঘটনায় নিহতের ছোট ভাই সম্রাট শেখ (২৭) বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
পরবর্তী ভাঙ্গা থানা পুলিশ তথ্য ও প্রযুক্তি ও সোর্সদের সহায়তায় সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে বিল্লাল হোসেন নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে বিজ্ঞ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয়। এছাড়াও এই ঘটনায় জড়িতদের নাম ঠিকানা বলেছেন।
গ্রেফতারকৃত ঐ ব্যক্তি পার্শ্ববর্তী মাদারীপুরের শিবচর উপজেলার রাজাচর ফরাজিকান্দী এলাকার মৃত বিন্নত আলী মোল্লার পুত্র বিল্লাল হোসেন (৪০)।
এই বিষয়ের ভাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম বলেন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদ্যুৎ সরকারের নেতৃত্বে আটরশি বিশ্ব জাকের মঞ্জিল এর সামনে থেকে ১ জনকে আটক করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে বাকী আসামিকে গ্রেপ্তার করাতে অভিযান অব্যাহত রয়েছে।
ই