ভট্টে-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

প্রকাশ : 2022-05-12 15:29:22১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ভট্টে-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন

বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের ৮০নং ভট্টে-বালিয়াঘাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্য কর্তৃক বিদ্যালয়ের অভ্যন্তরে রোপনকৃত বিপুল পরিমানে সরকারী গাছ ও পুরাতন ভবন নিয়ম নীতিমালা অমান্য করে তা বিক্রয় করার অভিযোগে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি ঘটনা স্থাল পরিদর্শন করে তদন্ত সম্পন্ন করেছেন। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উপজেলা সহকারী তিনজন শিক্ষা কর্মকর্তা ঘটনা স্থান পরিদর্শন করেন। তদন্ত কমিটির নেতৃবৃন্দরা হলেন, শেখ মোস্তাকিন বিল্লা, প্রভাত হালদার ও বিকাশ চন্দ্র দাস। তারা প্রায় দু’ঘন্টা ব্যাপী বিদ্যালয়ে বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা ও সরেজমিনে কর্তনকৃত গাছের গোড়া ও ভেঙ্গে বিক্রয় করা পুরাতন ভবনের স্থান পরিদর্শন করেন।

উল্লেখ্য বিদ্যালয়ের তৎকালীন ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সদস্যরা মিলে বিদ্যালয় চত্তরে রোপনকৃত বিভিন্ন প্রজাতির গাছ ও পুরাতন ভবন ভেঙ্গে তা বিক্রয় করে দিয়ে প্রায় ১৯লক্ষ টাকা আত্মসাৎ করেন। এ বিষয়ে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির বর্তমান সভাপতি মোঃ নজরুল ইসলাম ফকির বাগেরহাট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এরই প্রেক্ষীতে উক্ত বিদ্যালয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি সরেজমিনে, তদন্তে আসেন। এ ব্যাপারে তদন্ত কমিটির কর্মকর্তা শেখ মোস্তাকিন বিল্লা এর সাথে আলাপ করা হলে তিনি বলেন, আমরা অধিকাংশ অভিযোগের সত্যতা পেয়েছি। কিন্তু বিষয়টি ঘটনার সময়ে করলে তদন্ত করতে সুবিধা হতো। এসময়ে আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) শিল্পী দাশ, এ্যাডঃ সোবহান শেখ, ইউপি সদস্য প্রদীপ কুমার সাহা (বাপ্পি), শেখ জিল্লুর রহমান, মোঃ আতিয়ার রহমান, মোঃ খলিলুর রহমান ও শহীদ ফকিরসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।