ব্র্যাক ইউপিজি সদস্যদের মাঝে মিঠাপুকুরে গরু হস্তান্তর
প্রকাশ : 2024-07-08 18:21:05১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
রংপুরের মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন সোমবার ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রাম এর সদস্যদের মাঝে সম্পদ হস্তান্তর এবং গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ ভ্যাকসিনেশন ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জেলা কো-অর্ডিনেটর মোঃ জাহিদুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ ডাঃ মোঃ এরমান আলী, সিনিয়র টেকনিক্যাল অফিসার পোল্ট্রি এন্ড লাইভস্টক রংপুর মোঃ হাসান আলী, ভাংনী শাখা ব্যবস্থাপক ইউপিজি মোঃ আতিকুল ইসলাম সহ শাখার বিভিন্ন কর্মসূচির কর্মীবৃন্দ। জানাগেছে ব্র্যাক ইউপিজি প্রোগ্রাম ২০২৪ কোহর্টের রংপুর অঞ্চলের ভাংনী শাখার মাধ্যমে ২৩৯ জন অতিদরিদ্র পরিবারের মাঝে সম্পদ হস্তান্তরের কাজ চলমান। সম্পদ হস্তান্তরের পাশাপাশি সম্পদের গ্রোথ যথাযথভাবে নিশ্চিত করার জন্য কৃমি মুক্ত করণসহ পাঁচটি রোগের ভ্যাকসিন প্রদান করা হয়। এ বছর গরুর ল্যাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধের টিকা প্রদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। পরিদর্শন ও গরু হস্তান্তর কালে নির্বাহী অফিসার বিকাশ চন্দ্র বর্মন বিভিন্ন বিষয়ের পরামর্শ প্রদানসহ ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন (ইউপিজি) প্রোগ্রামের মাধ্যমে অতিদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নে কার্যক্রমের প্রশংসা করে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।