ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক ডাক্তার তৈবুর রহমানের মৃত্যুবার্ষিকী
প্রকাশ : 2024-04-18 11:26:34১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও রাজনীতিবিদ ডাক্তার তৈবুর রহমান (হংকং) ৩২তম মৃত্যুবার্ষিকী আজ (বুধবার)। একসময়ের বগুড়া তুখোড় আপোষীন, সৎ, যোগ্য রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন তিনি । ডাক্তার তৈবুর রহমানের জীবন দশায় বগুড়ায় ও জয়পুরহাটের রাজনীতিতে অনেক অবদান রেখেছেন। তিনি একজন ত্যাগী ও আদর্শবান রাজনীতিবিদ ছিলেন। তার (ডাক্তার তৈবুর রহমান হংকং) রাজনীতিক জীবনে বগুড়া স্টেডিয়াম সহ মহাস্থান ডাকবাংলা ও পল্লীমঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সহ বগুড়ার শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে তার ব্যাপক অবদান রয়েছে। ডাক্তার তৈবুর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সদস্যদের পক্ষে থেকে মাগফিরাত ও দোয়া চাওয়া হয়েছে।
সান