ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েই চার মন্ত্রীকে ইস্তফার নির্দেশ ঋষি সুনাকের!

প্রকাশ : 2022-10-26 09:47:19১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ব্রিটিশ প্রধানমন্ত্রী হয়েই চার মন্ত্রীকে ইস্তফার নির্দেশ ঋষি সুনাকের!

দায়িত্ব পেয়েই কাজ শুরু করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি জানিয়ে দিয়েছেন যে, আর্থিক সংকট থেকে দেশকে টেনে তোলাই তার একমাত্র কাজ। লিজ ট্রাসের মন্ত্রিসভার বেশ কয়েকজন মন্ত্রীকে ইস্তফা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে এনডিটিভি।

এখনও পর্যন্ত চারজন মন্ত্রীকে পদত্যাগ করতে বলেছেন সুনাক। তাদের মধ্যে রয়েছেন বাণিজ্য মন্ত্রী জ্যাকব রিস-মগ, আইন মন্ত্রী ব্র্যান্ডন লুইস, কর্ম ও অবসর মন্ত্রী ক্লোই স্মিথ ও উন্নয়ন মন্ত্রী ভিকি ফোর্ড। এদের মধ্যে জ্যাকব রিস-মগ ইতিমধ্যে ইস্তফাপত্র জমা দিয়েছেন।

তবে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত জেরেমি হান্টের চাকরি যাচ্ছে না। তিনি তার পদেই বহাল থাকছেন। পাশাপাশি উপপ্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে ডমিনিক রাবকে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে বহু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে ঋষিকে। রেকর্ড মূল্যবৃদ্ধির সমস্যায় পর্যুদস্ত ব্রিটেনের সাধারণ মানুষ। তার সঙ্গে পাল্লা দিয়ে বেশ কিছুদিন ধরেই পড়ে যাচ্ছে পাউন্ডের দামও। ফলে দেশের আর্থিক অবস্থার উন্নতি করতে গেলে কঠোর নীতি অবলম্বন করা ছাড়া উপায় নেই।