ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
প্রকাশ : 2022-03-28 18:51:02১ | অনলাইন সংস্করণ
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ১২০ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আউয়াল এর উদ্বোধন করেন।
প্রতিযোগিতা শেষে বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মো. জাহাঙ্গীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হোসেন খসরুর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরীফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান মনির হোসেন মোড়ল, বীর মুক্তিযোদ্ধা তোপাজ্জল হোসেন বাদল, কনকসার ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ আলম মোড়ল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন চাঁনমিয়া, সাবেক সদস্য ডা. হুমায়ুন কবির, আলমগীর হোসেন, জামাল হোসেন প্রমুখ।