ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন 

প্রকাশ : 2022-09-15 10:00:06১ |  অনলাইন সংস্করণ

  নিউজ ডেস্ক   

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে অভিভাবকরা ভোটাধিকার প্রয়োগ করে তাদের প্রতিনিধি নির্বাচিত করেছেন।

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদ নির্বাচনে ৬ জন সদস্য পদপ্রার্থী অংশ নেন। এদের মধ্যে চারজন বিজয়ী হন। লৌহজং প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু ৪৭১ ভোট পেয়ে প্রথম, মো. শামীম মোড়ল ৪৬৮ ভোট পেয়ে দ্বিতীয়, মো. মাসুদ বেপারী ৪৫১ ভোট পেয়ে তৃতীয় ও মো. আলমগীর হোসেন ৪৩৮ ভোট পেয়ে চতুর্থ স্থান দখল করে বিজয়ী হয়েছে।

এদিকে, বিনা প্রতিদ্বন্দিতায় আনোয়ার হোসেন চাঁন মিয়া দাতা সদস্য, পপি ঘোষ সংরক্ষিত মহিলা অভিভাবক প্রতিনিধি, মো. আমিনুল ইসলাম, শেখ আসলাম শিক্ষক প্রতিনিধি ও হালিমা খাতুন সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি হিসেবে জয়ী হন। প্রিজাইডিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। 

সকাল ১০টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দুইটি ক্লাস রুমে বুথ তৈরি করা হয়। বুথে দুইজন সহকারী প্রিজাইডিং ও দুইজন পোলিং অফিসার নিযুক্ত ছিলেন। নিরাপত্তার জন্য লৌহজং থানা থেকে পুলিশ মোতায়েন করা হয়।

ব্রাহ্মণগাঁও উচ্চ বিদ্যালয়সহ আশপাশ এলাকায় নির্বাচনী আমেজ বিরাজ করে। সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হওয়ায় দায়িত্বশীলরা প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।